
কুষ্টিয়ার দৌলতপুরে থানা এলাকার দক্ষিণ পাড়া থেকে ময়না খাতুন স্বামী (কামাল হোসেন) নামের এক নারীর বাড়ি থেকে ২ পুরুষ ও ৪ নারীসহ মোট ৬ জনকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় গত শনিবার আনুমানিক রাত ১০ টার দিকে আটক করে দৌলতপুর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায় দীর্ঘদিন ধরে এই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ময়না খাতুনের বাড়িতে শনিবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে ।
অভিযানে ময়না খাতুন এর মেয়ে সহ দুই পুরুষ ও ৪ নারীসহ মোট ছয়জনকে আটক করে দৌলতপুর থানা পুলিশ। তবে অভিযানের সময় কোনকিছুই জব্দ করতে পারেনি এমনটাই জানিয়েছেন দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৪ নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।