
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী এক বিবৃতিতে কুষ্টিয়াবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন এই জনপদের এবং এই জাতির যা কিছু মহৎ অর্জন, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ করেছে। বাংলা ভাষা থেকে বাংলাদেশ , রাজনৈতিক মুক্তি থেকে অর্থনৈতিক মুক্তি সবই এসেছে এই রাজনৈতিক দলটির নেতৃত্বে। আওয়ামী লীগ মানেই সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। উপমহাদেশের রাজনীতিতে গত ছয় দশকেরও বেশি সময় ধরে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছে দলটি। এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা প্রত্যুজ্জ্বল।
নেতৃবৃন্দ আরও বলেন, ‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, বাংলাদেশ’—ইতিহাসে এই তিনটি নাম একই সূত্রে গাঁথা। নির্লোভ আদর্শবান নেতাকর্মী আর সমর্থকদের বিশ্বাসের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা তথা সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিতকরণ ও অসাম্প্রদায়িক রাজনীতির নাম বাংলাদেশ আওয়ামী লীগ।
বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২১ বছর পর পূণরায় বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্রক্ষমতায় এসে বাঙালির ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেন। বিশ্বের বুকে বাংলাদেশকে বর্তমানে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুক্তিযুদ্ধের বাতিঘর, বাঙালি জাতির দূর্যোগ দরিয়ার কান্ডারী দেশরত্ন শেখ হাসিনা।
বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি উন্নয়ন অগ্রযাত্রায় বদলে দিয়েছেন কুষ্টিয়াকে। বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরসহ নির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দ ও তৃণমূলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানাই।