ঢাকাSaturday , 10 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আপনি যেভাবে গরু, মহিষ, ছাগল ক্রয় ও বিক্রয় করবেন ‘কুষ্টিয়া পশু হাট’ অনলাইনে

Link Copied!

সাম্প্রতিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে কুষ্টিয়া জেলা প্রশাসন kushtiaposhuhat.com ‘কুষ্টিয়া পশু হাট’ নামে একটি অনলাইনভিত্তিক প্লাটফর্ম চালু করেছে। যেখানে কৃষক, খামারি এবং ক্রেতা বিক্রেতা উভয়েই অনলাইনের মাধ্যমে সকল ধরনের কোরবানির পশু যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ অন্যান্য পশু কোরবানীর ঈদ উপলক্ষ্যে ক্রয়-বিক্রয় করতে পারবেন।

 

 

আপনি যদি পশুকে হাটে না গিয়ে করোনার সময় ভিড় এড়িয়ে ঘরে বসেই উপযুক্ত মূল্যে সরাসরি ক্রেতার নিকট প্রিয় পশুটিকে বিক্রয় করতে চান তাহলে নিম্নোক্ত লিংকে গিয়ে kushtiaposhuhat.com এখনই আপনার এবং আপনার পশুর বিস্তারিত তথ্য kushtiaposhuhat.com ‘কুষ্টিয়া পশু হাট’ ওয়েব পেজে আপলোড করুন এবং ঘরে বসেই উপর্যুক্ত মূল্যে কোনরকম ঝামেলে ছাড়াই আপনার পশু বিক্রি করুন।

 

 

আপনি নিজেই সরাসরি আপনার পশুর যাবতীয় তথ্যসহ kushtiaposhuhat.com ‘কুষ্টিয়া পশু হাট’ ওয়েব পেজে আপলোড করতে পারেন বা স্থানীয় ইউডিসিতে গিয়ে সহযোগিতা নিতে পারেন। তথ্য আপলোডের ক্ষেত্রে যেসকল তথ্য দিতে হবেঃ

 

 

১। খামারির নাম ২। খামারির মোবাইল নম্বর ৩। খামারির পূর্ণ ঠিকানা ৪। পশুর সম্ভাব্য ওজন ৫। পশুর সম্ভাব্য মূল্য ৬। পশুর দাঁত সংখ্যা ৭। পশুর ছবি/ ছোট ভিডিও

 

আর আপনি ক্রেতা হলে করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে হাটে না গিয়ে সরাসরি বিক্রেতার নিকট থেকে সুলভ মূল্যে আপনার পছন্দসই পশুটিকে বেছে নিতে ভিজিট করুন kushtiaposhuhat.com ‘কুষ্টিয়া পশু হাট’ ওয়েব পেজে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।