কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য প্রবীণ আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, আফাজ উদ্দিন আহমেদ আমাদের রাজনৈতিক চলার পথে আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের একজন পরীক্ষিত সহকর্মী, সহযোদ্ধা ছিলেন। তার মত নেতার শূন্যতা সহজে পূরণ হবার নয়।
ছাত্রলীগ থেকে আওয়ামীলীগ প্রতিটি ধাপে আফাজ উদ্দিন আহমেদ ছিলেন সক্রিয়। নেতৃবৃন্দ প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।