
কুষ্টিয়ার মিরপুরে গবেষণা মুলক “কোরআন কী বলে” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বইটি লিখেছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রæপ ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ খলিলুর রহমান।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাস্থ “কুষ্টিয়া প্রকাশনা” এর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বইটির মোড়ক উন্মোচন করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
এ সময় বক্তব্য রাখেন বইটির লেখক গ্রæপ ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ খলিলুর রহমান, কুষ্টিয়া প্রকাশন এর প্রধান নির্বাহী রাব্বুল ইসলাম খান, ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা নাসিম উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, হাজী নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, মিরপুর মাহমুদা কলেজের প্রভাষক রেজাউর রহমান রাজু, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহিউদ্দিন আহম্মেদ, ছড়ালেখক হাসান টুটুল, মিরপুর প্রেসক্লাবে সভাপতি কাঞ্চন কুমার, পাহাড়-লক্ষিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মামুনুল ইসলাম ঝন্টু, পুরাতন আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিরুল ইসলাম, কাকিলাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুজ্জামান হিরা, পারমিটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক রাজা, আমলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
প্রকাশনা উৎসবের অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আমিরুল ইসলাম।