
নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় আরটিভি ষ্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল এর উপর হামলাকারী দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা । রবিবার তাদের আটক করে ।
আটককৃতরা কুষ্টিয়া শহরের কালীশংকরপুর (নিশান মোড় সংলগ্ন) এলাকার শাজাহান মালিথার ছেলে শামিম (৪৫) ও কালীশংকরপুর (কষাইপাড়া) এলাকার বিষারত হোসেন ওরফে বিষু (বিষু কসাই) ছেলে রবিন হোসেন (২৫)।
গতকাল শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের নিশান মোড়ের বাসা থেকে বের হওয়ার সময় আরটিভি’র স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র সদ্য নির্বাচিত সহ সভাপতি শেখ হাসান বেলালের উপর সন্ত্রাসী হামলা হয় ।আহত সাংবাদিক শেখ হাসান বেলাল বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুষ্ঠুভাবে অপারেশন শেষে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক বেলালের উপর হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।