ঢাকাWednesday , 23 June 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আল্লারদর্গায় ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তির চেক প্রদান

Link Copied!

কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার শিল্প নগরী আল­ারদর্গায় উদ্দীপনের উদ্দোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার সকাল ১১টায় উদ্দীপন কনফারেন্স রুমে অনুষ্ঠিত শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্দীপন কুষ্টিয়া জেলা ডি.জি.এম. মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্দীপন কুষ্টিয়া আর.এম.ও. মোঃ জহুরুল ইসলাম, সভাপতিত্ব করেন উদ্দীপন আল­ারদর্গা শাখা ম্যানেজার মঞ্জুরুল ইসলাম।

 

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজের উপাধাক্ষ মোঃজহুরুল ইসলাম, মহিষকুন্ডি ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও রিপা আক্তার। বক্তারা জানান প্রথম সারির ৫টির মধ্যে উদ্দীপন সংস্থা, দেশের ৭’শ শাখা প্রায় ৩৭ বছর ক্ষুদ্র ঋণ প্রদান ছাড়াও সামাজিক কর্মকান্ডের মধ্যে প্রতি বছর শিক্ষাবৃত্তি প্রতি জনকে বছরে ১২ হাজার করে ৪ বছরে ৪৮ হাজার টাকার চেক প্রদান করে থাকে।

 

 

এ ছাড়া বৃক্ষ রোপন,শিশু সুরক্ষা সহ নানা সামাজিক কাজ করে আসছে। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উদ্দীপন শাখা ম্যানেজার মোঃ জিয়াউর রহমান সহ উদ্দীপন শাখার কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন এরিয়া ট্রেনিং এন্ড মনিটরিং কো-অর্ডিনেটর (ওয়াস প্রকল্প) মোঃ সাজ্জাদ হোসেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।