
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা রিটার্নিং অফিসারের কাছে আড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাঈদ আনসারী বিপ্লব মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার আড়িয়া চোকঘোগার মোড় থেকে প্রায় ১ হাজারের মত মোটরসাইকেল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী, মুক্তিযুদ্ধাদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন বর্তমান চেয়ারম্যান নৌকার মাঝি সাঈদ আনসারী বিপ্লব। মিছিলে মিছিলে ও স্লোগানে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাবেন সফল এই চেয়ারম্যান। সাঈদ আনসারী বিপ্লব মনোনয়নপত্র জমা দিয়ে প্রচার প্রচারণা শুরু করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।