
ও ব্যাটা এই নাম্বারখানে এট্টু মোবিল কর না ব্যাটা, বলেই কাপড়ের আঁচল থেকে ভাঁজ করা একটা কাগজের টুকরা এগিয়ে দিলো ষাটোর্ধ্ব বয়সী এক বৃদ্ধা। সেটি হাতে নিয়ে দেখি ভাঙা হাতে লেখা একটি মোবাইল নম্বর। জিজ্ঞেস করলাম কাকে ফোন দেবো, কি বলবো?
কপালে ভাঁজ পড়া, দরদর করে ঘাম ঝরছে। আমার দিকে তাকিয়ে বৃদ্ধা বললো আমার নাতির মোবিল। অভাবের সংসার ব্যাটা। জীবনে অনেক সাহায্যি পাইছি কিন্তু আজকির মতন এমন ভরা বস্তা জম্মেও পাইনি ব্যাটা। এখন এই বস্তা টানতি পারছি না। নাতিরে বলো তাড়াতাড়ি আসতি।আশেপাশের আরও কয়েকজন বৃদ্ধা ভ্যানের অপেক্ষায় বসে। জিজ্ঞেস করলাম এই বস্তা কে দিলো খালা।
হানিফ নেতা দিলো ব্যাটা। আল্লাহ হানিফ নেতার ভাল কইরো, উন্নতি কইরো, বাঁইচি থাক বলে বিড় বিড় করে দোয়া করতে থাকে…
কুষ্টিয়া মোহিনী মিল মাঠে ঘটনাটি ঘটে। আজ সেখানে ৩ হাজার কর্মহীন ও অসহায় মানুষের হাতে হাতে খাদ্য সামগ্রীর ভরা বস্তা তুলে দেন জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি। কুষ্টিয়ার ব্যবসায়ীরা নেতার ডাকে সাড়া দিয়ে সম্মিলিত ভাবে করোনা দুর্যোগে এই আয়োজন করে।