কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম-সম্পাদক এ্যাড. বায়েজিদ আক্কাস করোনায় আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নলিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর সার্কিট হাউজের সামনের স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন পরিবার-পরিজন নিয়ে ঢাকাতে বসবাস করতেন।
তিনি সাবেক এমএলএ ও এমপি মরহুম আজিজুর রহমান আক্কাসের বড় পুত্র। এ্যাড. বায়েজিদ আক্কাস দুই সন্তানের জনক ছিলেন। পুত্র আলিফ মাহমুদ বিমান বাহিনীর ফ্লাইং অফিসার এবং মেয়ে সুরাইয়া অতসী পিএইডি ডিগ্রী অর্জনের জন্য আমেরিকাতে অবস্থান করছেন। তাঁর স্ত্রী ডাঃ নিলুফার পারর্ভিন বানু অবসর প্রাপ্ত চিকিৎসক।
এ্যাড. বায়েজিদ আক্কাস জন্মগত ভাবেই আওয়ামী পরিবারের সন্তান। পিতা দৌলতপুর এলাকার এমপি থাকায় সুবাধে পিতার অবর্তমানে তিনিও দৌলতপুরে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তাঁর মেজ ভাই মরহুম জালাল আক্কাস রুমী কুষ্টিয়া সরকারী কলেজের ভিপি ছিলেন। ছোট ভাই মঈন আক্কাস ছাত্রলীগের নেতা ছিলেন। এ্যাড. বায়েজিদ আক্কাসের পৈত্রিক বাড়ি দৌলতপুর হলেও কুষ্টিয়া পূর্ব মজমপুরের বাড়িতে তাঁর বেড়ে উঠা। কুষ্টিয়ার আওয়ামী রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। বায়েজিদ আক্কাসের মৃত্যুর সংবাদে কুষ্টিয়াসহ দৌলতপুরে শোকের ছাড়া নেমে এসেছে।