কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম বলেছেন,”মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ”দেশে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।এ সময় আমাদের স্বাস্থবিধি মেনে চলতে হবে।করোনা প্রতিরোধে মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে।তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবন যাত্রাকে পরিচালিত করতে পারবো।আমাদের নিজেদের প্রয়োজনে আমরা স্বাস্থবিধি বজায় রেখে সঠিক ভাবে মাস্ক পরিধান করে মহামারি করোনা প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাব।
সোমবার(২২মার্চ)বিকালে কুষ্টিয়া মডেল থানাধীন হরিপুর ইউনিয়নের বাজার এলাকায় করোনা প্রতিরোধে গন সচেতনতামুলক প্রচারনা কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে মাস্ক পরার বিকল্প নেই।স্বাস্থবিধি বিধি মেনে সঠিক নিয়মে মাস্ক পরিধান করলে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে পারবো।এ জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ ভাবে নজর রাখতে হবে যাতে আমরা অসচেতনতার কারনে কেউ করোনায় আক্রান্ত না হই।এ মহামারীর হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখতে হবে।তাই আসুন আমরা যে যার যার অবস্থান থেকে সচেতন হয়ে সবাই স্বাস্থবিধি মেনে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করে দেশের অর্থনীতির চাকা সচল রাখি।
পরে এসপি খাইরুল আলম করোনা প্রতিরোধে সাধারন পথচারী,রিকসা চালক,শ্রমিক ও দোকানের কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ আতিকুল ইসলাম,কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সহ অফিসার ও ফোর্স, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের জনগণ।