কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রোগীদের সেবায় ব্যস্ত থাকা বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার স্বেচ্ছাসেবক টিমের অন্যতম সদস্য নাহিদ হাসান করোনায় আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ। তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালে আসা রোগীদের সেবায় ব্যাস্ত থাকা নাহিদ হাসান করোনা পজিটিভ। তিনি জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আমাদের প্রাণপ্রিয় কর্মী ও সহযোদ্ধা নাহিদ হাসান । তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ছাত্রলীগের এই নেতা।
তিনি আরও জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়োজিত রয়েছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের ৬৫ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিমের সদস্য। হাসপাতালের আগত এসব করোনা রোগীদের সেবায় নিয়োজিত এই ছাত্রলীগের কর্মীরা।