
কুষ্টিয়ার কুমারখালীতে ৭ দিনের লকডাউনের প্রথমদিনে সকালে জনগন লকডাউন সঠিকভাবে না মানায় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। সোমবার ১ টার দিকে নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে জরিমানা ও যানবাহন অবাধে চলাচলের অপরাধে সাময়িকভাবে আটক করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ঘোষিত লকডাউন কার্যকর এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে বাসস্ট্যান্ড এবং কাজীপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান।
এসময় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ৭ জনকে ৭টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লকডাউন অমান্য করায় কিছু যানবাহন সাময়িক আটক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় কুমারখালী থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।