ঢাকাMonday , 27 December 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীর ১১টি ইউনিয়নে ৮টিতে সতন্ত্র ও খোকসার ৯টি ইউনিয়নের ৫টিতে সতন্ত্র বিজয়ী

Link Copied!

চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার কুমারখালীর ১১ ও খোকসা উপজেলার ৯টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কুমারখালী উপজেলায় ১১ টি ইউনিয়নের ১২৩ টি ভোট কেন্দ্র এবং খোকসা উপজেলার ৯ টি ইউনিয়নের ৭৮ টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর গণনা শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১১টি ইউনিয়ন নির্বাচনে ৩ টিতে নৌকাও ৮টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং খোকসার ৯ টি ইউনিয়ন নির্বাচনে ৪টিতে নৌকা ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

কুষ্টিয়া কুমারখালী বিজয়ীরা হলেন, চাপড়া ইউনিয়নঃ এনামুল হক মনজু (অটোরিকশা), সদকী ইউনিয়নঃ মিনহাজুল আবেদিন দ্বীপ (নৌকা), নন্দলাপুরের ইউনিয়নঃ জিয়াউর রহমান খোকন (মোটরসাইকেল), বাগুলাট ইউনিয়নঃ আজিজুল হক নবা বিশ্বাস(নৌকা), কয়া ইউনিয়নঃ আলী হোসেন( আনারস),পান্টি ইউনিয়নঃ হাফিজুর রহমানের স্বতন্ত্র (মোটরসাইকেল), জগন্নাথপুর ইউনিয়নঃ আব্দুল্লাহ আল-বাকী বাদশা স্বতন্ত্র (আনারস), শিলাইদহ ইউনিয়নঃ তারেক গাজী বিপ্লবের স্বতন্ত্র ( মোটর সাইকেল), চাঁদপুর ইউনিয়নঃ স্বতন্ত্র প্রার্থী রাশেদুজ্জামান তুষার (আনারস), চরসাদীপুর ইউনিয়নঃ স্বতন্ত্র প্রার্থী মেছের আলী খান (আনারস, যদুবয়রা ইউনিয়নঃ মিজানুর রহমান (নৌকা) বেসরকারী বিজয়ী হয়েছেন।

 

খোকসায় বিজয়ীরা হলেন,খোকসা ইউনিয়নঃ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মোল্লা (নৌকা) , শোমসপুর ইউনিয়নঃ বদর উদ্দিন খান (নৌকা), জানিপুর ইউনিয়নঃ হবিবর রহমান হবি (নৌকা), জয়ন্তীহাজরা ইউনিয়নঃ টিপু (আনারস),আমবাড়িয়া ইউনিয়নঃ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন (চশমা), গোপগ্রাম‌ ইউনিয়নঃ মোতালেব মেম্বার স্বতন্ত্র (মোটরসাইকেল), শিমুলিয়া ইউনিয়নঃ কুদ্দুস স্বতন্ত্র (আনারস) ,ওসমানপুর ইউনিয়ন। ওহিদুল ইসলাম ডাবলু স্বতন্ত্র ( আনারস),বেতবাড়ীয়া ইউনিয়নঃ বাবুল অাক্তার (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।