
কুষ্টিয়ায় ফেসবুকে নারীসহ বিভিন্ন মানুষের চরিত্র হনন ও সাংবাদিকদের কটূক্তিকারী কুষ্টিয়ার ফেসবুকে অবধ্য নিউজ পোর্টালের পরিচয়ে পোস্ট দানকারী জুয়েল আহমেদ শাহীন, সনি আজিম সহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবীতে বিশাল মানববন্ধন।
রবিবার সকাল ১১ টার সময় কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবও কেসিপি’র,আয়োজনে কুষ্টিয়া এন এস রোডস্থ কুষ্টিয়া মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই বিশাল মানববন্ধনে অংশগ্রহণ করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি এৱ সভাপতি কবি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কোষাধ্যক্ষ পলাশ মৃধা, কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান, কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালমান শাহর রাজু, কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ চাঁদ আলি, রাকিব হাসান, সহ সভাপতি জাহিদুল হক ডন,জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ, প্রচার সম্পাদক এইচ এম বেলাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, কোষাধ্যক্ষ ওয়ালিদুজ্জামান শুভ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-হাসান, কেপিসির তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু,কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম, এছাড়া আরো উপস্থিত কুষ্টিয়ার সকল থানা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।
সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব তার বক্তব্যে বলেন কুষ্টিয়ায় সাংবাদিকতার নামে কোন অপসাংবাদিকতা হতে দেয়া যাবে না, যারা নারীদের কটুক্তি করে, ভালো মানুষদের চরিত্র হনন করে সাংবাদিকতার পরিচয় দিয়ে, তারা কোনো সাংবাদিক হতে পারে না , এই শ্রেণীর মানুষদের কুষ্টিয়াতে সাংবাদিকতা করতে দেয়া যাবে না, তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলব। এবং কুষ্টিয়া”র চাঁদাবাজ চক্রের হোতা শাহীনগং এর অনতিবিলম্বে ডোপটেস্ট করে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান, কেসিপির সাধারণ সম্পাদক জনাব সোহেল রানা বলেন যে আমরা পেশাদার সাংবাদিক রা এসব ভুঁইফোড় চাঁদাবাজ সাংবাদিক নামধারী দের জন্য প্রশ্নের সম্মুখীন হই। সে জামাত, বিএনপি কর্মি।নির্বাচনের আগে ভোটারদের মাঝে টাকা বিতরন করতে যেয়ে হাতে নাতে গ্রেফতার হয়েছে। এরা কখনোই সাংবাদিক ছিলো না। সাংবাদিক নামধারী চাঁদাবাজ। তার সহযোগী সনি আজম,সুমন হামিদ গংদের অবিলম্বে গ্রেফতার এর দাবি জানান। তার নামে জেলার সব থানাতেই একাধিক অভিযোগ দায়ের হয়েছে বলে যানাযায়।