
নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকা ও স্বতন্ত্র ঘোড়া মার্কা প্রতীকের প্রার্থীর মধ্যে সহিংসতায় ইউএনও ‘র গাড়ি ভাংচুর সহ দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া নিউজ লেখা পর্যন্ত চলমান রয়েছে। শনিবার বিকেলে খোকসা খেয়াঘাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাবুল আখতার তার কর্মী সমর্থকের নিয়ে গড়াই নদীর ঘাট পার হয়ে ওসমানপুরে প্রচারণায় যাবার সময় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকনের সমর্থকদের খেয়াঘাট এলাকায় বাগবিতণ্ডার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী দুলাল, তুষারসহ ৫ -৭ জন মারপিটের শিকার হন। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গেলে তার গাড়ি ভাংচুর করা হয়। রাত ১১ টা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে। হামলায় খোকসা বাজারের বেশ কিছু দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, উপনির্বাচনকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। এই ঘটনায় অজ্ঞাত নামা আসামি করে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস জানান, খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপনির্বাচনকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলমান অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে তার গাড়ি ভাংচুর করা হয়েছে।