
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমানের মৃত্যু হয়েছে। বৃহম্পতিবার বেলা দেড়টার দিকে থানা অভ্যন্তরের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহবুদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি ফয়জুর রহমানের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায়। তিনি গতমাসে পোড়াদহ রেলওয়ে থানায় যোগদান করেছিলেন।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহবুদ্দিন সাংবাদিকদের বলেন, থানার ভেতর কোয়াটারে উনি থাকতেন। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উনাকে দুপুরের খাবার দিতে গেলে ওসি স্যারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে ঘরের জানালা খুলে দেখা যায় তিনি বাথরুমে অচেতন অবস্থায় পড়ে আছেন।
তিনি আরও বলেন, পরে ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
পরে লাশ শেরপুর জেলার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।