কুষ্টিয়ার মিরপুরে মাত্র ১ দিনের ব্যবধানে এবার এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ) সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে জেলার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর লক্ষীপুর হাইস্কুল সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
কুপিয়ে হত্যার শিকার ব্যক্তির নাম আবু সিদ্দিক(৪৮)। সে পাহাড়পুর গ্রামের মৃত ফেরত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,আবু সিদ্দিক বিকেলে বাড়ি সংলগ্ন নিজ ঢেড়সের জমিতে ঘাস কেটে পার্শ্ববর্তী জমির আইলে রাখলে জমির মালিক গফুরের সাথে মাঠেই তর্ক-বিতর্ক হয়। পরবর্তীতে সঙ্গবদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় সালাউদ্দিন, আব্দুল গফুর,আব্দুল জলিল,খলিল,হালিমা,জামেনা প্রমুখ ব্যক্তিবর্গ আবু সিদ্দিকের বাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে তাকে মিরপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হলে ডাঃ তাকে মৃত ঘোষনা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তদন্দকারী কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় মিরপুর থানা পুলিশের হাতে তারা গ্রেফতার হয়েছে। আটক কৃতরা হচ্ছে আঃ গফুর,সালাউদ্দিন ও হালিমা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।