
কুষ্টিয়ার ১০ জন মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল করা হয়েছে । ভুয়া সনদ বাতিল মুক্তিযোদ্ধারা সকলেই জেলার মিরপুরের বাসিন্ধা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) যাচাই-বাছাই কার্যক্রম শেষে ৭০তম সভার আলোচ্যসূচির সিদ্ধান্ত অনুযায়ী গত ২১ মার্চ এই শহীদ বেসামরিক গেজেট জারি করা হয়।
১০ জন মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল করা হয়েছে তারা হলো কুষ্টিয়ার মিরপুরের ফুরসা পুটিমারীর আইন উদ্দিন বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম, একই উপজেলার তালিবাড়িয়ার নওদা শামুখিয়া গ্রামের মৃত রাহাত মন্ডলের ছেলে আতিয়ার রহমান, গোবিন্দপুরের মৃত আনসার আলীর ছেলে ইয়ার উদ্দিন, মৃত আজেক প্রামাণিকের ছেলে আলাউদ্দিন প্রমানিক, মৃত মুনসের আলী প্রামাণিকের ছেলে আনসার আলী, উপজেলার কুরিপোল এলাকার মৃত সামসুজ্জোহা বিশ্বাসের ছেলে শহিদুল আলম, উপজেলার বহুলবাড়িয়ার নওদা খাদিমপুরের মৃত বাছেদ আলীর ছেলে মোঃ মহসিন আলী, বারুইপাড়ার মৃত অজের মন্ডলের ছেলে রবিউল হাসান, পোড়াদহ তেঘড়ীয়া গ্রামের মৃত হারেজ আলী শেখের ছেলে ফজলুল হক ও একই গ্রামের মৃত আমির আলী মন্ডলের ছেলে আব্দুল মজিদ।
১০ জন মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল তালিকা দেখতে ক্লিক করুন