
কুষ্টিয়ায় করোনার সংক্রমণ রোধে ৭ দিনের লকডাউন বাড়িয়ে আগামী ১ লা জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে । রবিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। রবিবার রাত ১২ টা থেকে এ লকডাউন কার্যকর হয়ে চলবে আগামী ১ লা জুলাই পর্যন্ত ।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়,
সকল পর্যটন কেন্দ্র, রিসাের্ট, কমিউনিটি সেন্টার ও বিনােদন কেন্দ্র বন্ধ থাকবে: , জেলার অভ্যন্তরে, আন্তঃজেলা ও দূরপাল্লার সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এক্ষেত্রে ইজিবাইক/থ্রি-হুইলারসহ সকল যান্ত্রিক যানবাহন বিধি-নিষেধ আরোপকালীন সময়ে বন্ধ থাকবে; বিধি-নিষেধ আরােপকালীন সকল ধরণের সাপ্তাহিক হাট/গরুর হাট বন্ধ থাকবে, অতি জরুরী প্রয়ােজন ব্যতীত (ঔষধ ও নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদি ক্রা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) | কোনভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
জরুরি প্রয়োজনে চলাচলকারী সকলকে অবিশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে, আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), টেলিফোন ও ইন্টারনেট (সরকারি/বেসরকারি), বিদ্যুৎ, পানি, জ্বালানি, ফায়ার সার্ভিস জরুরী পরিষেবার আওতাভুক্ত হবে এবং তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে;সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে শুধুমাত্র প্রয়ােজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেয়া করতে হবে; ৮) মন্ত্রিপরিষদ বিভাগ সরকার কর্তৃক জারিকৃত এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনাসমূহও এ বিধি-নিষেধেয় অন্তর্ভুক্ত থাকবে।