
করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ার কারণে কুষ্টিয়ার সব ধরনের পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। বৃহ:বার জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য কুষ্টিয়ার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে- শিলাইদহ কুঠিবাড়ী, মীর মোসাররফ হোসেন স্মৃতি যাদুঘর, কাঙাল হরিনাথ স্মৃতি যাদুঘর, ছেঁউড়িয়ার লালন আখাবাড়ী, কুষ্টিয়া রেনউইক বাঁধসহ বেশ কয়েকটি পার্ক ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।