
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজার এলাকা থেকে তুহিন (৩৫) নামের মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম গাজা সহ আটক করেছে কুমারখালী থানা পুলিশ। রোববার দুপুরে অটোচালকের ছদ্মবেশ ধারন করে পান্টি ফাঁড়ির এএসআই কবির হুসাইন রফিক এই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী তুহিন উপজেলার ডাঁসা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
জানা যায়, দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী তুহিন চতুরতার সাথে ব্যবসা পরিচালনা করায় সে ছিলো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কবির হুসাইন রফিক অটো চালকের ছদ্মবেশে সান্দিয়ারা বাজার এলাকা থেকে তাকে মাদকসহ গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোচালকের ছদ্দবেশে একজনকে মাদক সহকারে গ্রেপ্তার করেছে বাঁশগ্রাম ফাঁড়ির এএসআই । আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে কুমারখালী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জন মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে । শনিবার কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে থানা ও থানাধীন ক্যাম্প ফাঁড়ির চৌকস অফিসার ফোর্সদের সমন্বয়ে থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে পরিচালিত হয়।
এ অভিযানে থানা এলাকার বিভিন্ন জায়গায় মাদক সেবন অবস্থায় ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। আসামীরা হলোঃগালিব আশরাফী সেতু (৩০), সুলতানুল আরেফিন সোয়াদ (১৯), আরিফুল ইসলাম আরিফ(২৩),আরিফুল মিয়া (২১), সোহাগ পারভেজ বিশাল (২১), আব্দুল হামিদ (৩০), ইমন হোসেন (২৪), রনি ইসলাম (২৪), আব্দুর রশিদ (২১)।
গ্রেফতারকৃত মাদক সেবীদের মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান বিভিন্ন মেয়াদে (ন্যুনতম ৩ মাস থেকে অনূর্ধ্ব ৫ মাস সহ অর্থ দ্বন্দ্ব) সাজা প্রদান করেন।