
কুষ্টিয়ায় ইসলাম ধর্মকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় ২ হিন্দু ধর্মালম্বীকে আটক করেছে পুলিশ । বুধবার রাত সাড়ে ১১টায় জেলার মিরপুরের মালিহাদ দাসপাড়া গ্রামের জনৈক নরেশ কুমার দাস ইসলাম ধর্মকে অবমাননা করে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে এবং ২১ অক্টোবর সকাল অনুমান সাড়ে ৯ টার মধ্যে পোস্টটি ডিলিট করে দেয়। মুহূর্তে পোস্টটি ভাইরাল হলে এ নিয়ে মালিহাদ এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করে।
এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, অফিসার ইনচার্জ মিরপুর থানা, গোলাম মোস্তফাসহ মিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সংবাদ প্রাপ্তির এক ঘন্টার মধ্যে ফেসবুকে পোস্টকারী নরেশ কুমার দাস, পিতা – মৃত সন্নাসী কুমার দাস এবং রিপন দাস, পিতা – কালাচাঁদ দাস, উভয় সাং- মালিহাদ (দাসপাড়া) দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়, যার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি ও আইন শৃঙ্খলার অবনতি হতে রক্ষা পায়।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম মিরপুরের মালিহাদ (দাসপাড়া) এবং ১১ টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হারদী ইউনিয়নের প্রাকপুর বাজার পরিদর্শন করেন।
পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রথমে নরেশ কুমার এর বাড়িতে যান এবং নরেশ কুমারের বাড়ির আশপাশের হিন্দুধর্মের লোকজনদের সাথে কথা বলে তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও অফিসার ইন চার্জকে নির্দেশনা প্রদান করেন।
এ ছাড়াও তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন প্রাগপুর বাজারে আসামি নরেশের সেলুনের দোকান পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজন ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন।
পুলিশ সুপার পরবর্তীতে মালিহাদ বাজারের সকল দোকানদারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং ইসলাম ধর্মকে অবমাননা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দানকারী নরেশ কুমার দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ সুতরাং প্রত্যেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় বজায় রাখুন। এ দেশে সব ধর্মের নাগরিকদের অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমসহ সকাল ধর্মের সম অধিকার আছে এবং স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করারও অধিকার আছে।
কুষ্টিয়া জেলায় যদি কেউ অপরাধ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কেউ আইন হাতে তুলে নিবেননা, কোন বিষয়ে সন্দেহ থাকলে পুলিশ সুপার কুষ্টিয়ার কার্যালয়ে এসে অভিযোগসহ জানান।
আইনের দৃষ্টিতে সবাই সমান ; যদি কেউ অপরাধ করে, তবে তা কুষ্টিয়া জেলা পুলিশের যে কোন ইউনিটকে জানান। কুষ্টিয়া জেলা পুলিশ আপনাদের সেবায় সদা জাগ্রত আছে।
পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম উপস্থিত সবাইকে সতর্ক করে আরো বলেন সোশ্যাল মিডিয়া নিয়মিত ভাবে পুলিশের পক্ষ থেকে মনিটর করা হচ্ছে। ফলে আপনি বা আপনার পরিবারের সদস্য যারা আছেন, তারা কেউ যেন সোশ্যাল মিডিয়ায় খারাপ ছবি বা ভিডিও পোস্ট না করে এবং খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বলেন। এই ধরনের খারাপ পোস্ট দেওয়া এবং খারাপ কমেন্ট করা আইনের দৃষ্টিতে মারাত্মক অপরাধ। আইনের প্রক্রিয়া শেষে আসামি দ্বয়ের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল মোঃ আজমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, ডিবি পুলিশের সদস্যবৃন্দ, মিপুর থানার অফিসার – ফোর্স এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বর, মালিহাদ বাজার কমিটির সদস্য প্রমুখ।