“মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় কুষ্টিয়ার এসপি খাইরুল আলমের নেতৃত্বে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার(২১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া কোতয়ালী মডেল থানাধীন পুলিশ লাইন্স,মঙ্গলবাড়ীয়া, চৌড়হাস ও বড় বাজার এলাকা সহ মোট চারটি স্পটের বিভিন্ন বিটে এ প্রচারনা চালানো হয়।

এ সময় কুষ্টিয়া জেলার এসপি মোঃ খাইরুল আলম বলেন,”মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পড়ার বিকল্প নেই।কারন কোন ব্যাক্তি করোনায় আক্রান্ত হলেও মাস্ক পরিধান করলে সেটা অন্য কোন সুস্থব্যাক্তির দেহে ছড়াবেনা।সুতরাং মসজিদ,মন্দির শপিং মল, দোকানে ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানে সেবা দাতা এবং সেবা গ্রহীতাকে মাস্ক ব্যাবহার করতে হবে।মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে।তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবন যাত্রাকে পরিচালিত করতে পারবো।
এ সময় তিনি আরও বলেন, দেশে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।এ সময় আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ ভাবে নজর রাখতে হবে যাতে আমরা অসচেতনতার কারনে কেউ করোনায় আক্রান্ত না হই।এ মহামারীর হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখতে হবে।তাই সবাই স্বাস্থবিধি মেনে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করুন।
এর আগে এক বর্নাঢ্য র্যালি, জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ রাজনৈতিক এবং স্থানীয় সুশীল সমাজের নের্তৃবৃন্দ।
এছাড়াও কুষ্টিয়া জেলার সাত থানা এলাকায় একযোগে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।