কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রনাত হয়েছে ১৯৩ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে সদরে ৩জন, কুমারখালি ১ জন ও মিরপুর উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে কুষ্টিয়া জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে ২৪ ঘন্টায় ৬০৯ টি নমুনার ফলা ফলে এর মধ্যে ১৯৩ জনের দেহে করোনার ধরা পরেছে। আর এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের জনের মৃত্যু হয়েছে।
উপজেলা ভিত্তিক রিপোর্টে কুষ্টিয়া সদরে ৩৬জন,কুমারখালি ৩১ জন, দৌলতপুরে৪৫ জন, ভেড়ামারায় ২৭ জন,মিরপুর উপজেলায় ১৩ জন, খোকসায় ৩১ জন পজিটিভ এসেছে।
এদিকে সারাদেশের ন্যায় কুষ্টিয়াতে চলছে কঠোর লকডাইন। ওষুধ, কাচাবাজার ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সড়কে জনসাধারণের উপস্থিতি নেই বললেই চলে। আর এ লকডাউন বাস্তবায়নের জন্য বৃষ্টির মধ্যেও মাঠে রয়েছে প্রশাসন। এছাড়া প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে আছে সেনাবাহিনীও।