ঢাকাTuesday , 13 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় করোনা কেড়ে নিল মুক্তিযোদ্ধার প্রাণ

Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলাম মারা গেছেন। সোমবার রাত ২টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি দুই সন্তান, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। করোনায় মারা গেলেও তিনি গত দু’বছর ধরে ডায়াবেটিকস ও বিভিন্ন রোগে ভুগছিলেন।

 

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার খলিসাকুন্ডি বড় গোরস্থান ময়দানে বীর মুক্তিযোদ্ধা নুরু ইসলামকে প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এর নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তার নামাজে জানাজা হয়।

 

জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার হায়দার আলী, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে খলিসাকুন্ডি কবরস্থানে দাফন করা হয়।

 

 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।