
কুষ্টিয়ার খোকসায় মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা করেছে ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার ভোর রাতে ঐ যুবককে ধরে নিয়ে গিয়ে চেয়ারম্যানের বাড়িতে পিটিয়ে আহত করার পর সকাল ৬টার দিকে খোকসা থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর তার মৃত্যু ঘটে।
নিহত যুবক খোকসার রতনপুর গ্রামের রওশন আলীর ছেলে জসিমউদ্দীন শেখ (৩০)।
নিহতের ভাই আসলাম আলী শেখ জানান, ভোড় ৫টার দিকে স্থানীয় এক ব্যক্তি তাকে মোবাইল ফোনে জানায় তার ভাই জসিমকে সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাস, তার তিন ছেলে তানজির বিশ্বাস, তানভীর বিশ্বাস, জুমেজো বিশ্বাস ও ভাতিজা সালাউদ্দিন ও জিকু তাদের বাড়িতে ধরে নিয়ে গিয়ে মারপিট করছে।
সংবাদ পেয়ে চেয়ারম্যানের বাড়িতে গিয়ে দেখতে পায় মারাত্মক আহত অবস্থায় তার ভাই জসিম পানি পানি করে চিতকার করছে। সেসময় তারা পানি খাওয়ানোর পর জসিমকে নিয়ে আসতে গেলে চেয়ারম্যান ও তার ছেলেরা বাধা দেয়। অগত্যা বাধ্য হয়ে তারা বাড়িতে চলে আসে এবং সকালে শুনতে পায় তার ভাই মারা গেছে। সে আরো জানায় তার ভাই জসিম আর্জেন্টিনার খেলা দেখতে পাশ্ববর্তী এক দোকানে গিয়েছিল।
জরুরি বিভাগের কর্তব্যরত ডা.আশরাফ আলী জানান, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে সে মৃত্যুবরণ করেছে।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, মাছ চুরির অভিযোগে জসীমউদ্দীনকে সাবেক চেয়ারম্যানের বাড়িতে মারপিট করে। সংবাদ পেয়ে সকালে পুলিশ ফোর্স গুরুতর আহত অবস্থায় তাকে খোকসা হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসারত অবস্থায় সে মারা যায়। এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা নিবো। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এবং চেয়ারম্যানের স্ত্রী ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।