
কুষ্টিয়ায় ছেলের আঘাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে শহরের চড় মিলপাড়াতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবু হোসেন (৪২)। তিনি কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি ঢাকায় ফেরি করে খেলনা বিক্রি করতেন।
স্থানীয়রা বলেন আজ ভোরে ছেলে ও বাবার চিল্লাচিল্লি শুনতে পায়, পরে জানতে পারলাম রমিজ ও তার বাবার মারামারি হচ্ছে, পরে জানতে পারলাম বাবা মারা গেছে।
নিহত বাবুর ছোট ছেলে রইচ জানান, গতরাতে আমার আব্বু বড় ভাই রমিজের কাছে টাকা চাইলে ১ হাজার টাকা দিতে চাই, আব্বু রেগে গিয়ে বলেন এই কয় টাকা নিবো না, পরে আজ শুক্রবার ভোরে আব্বু ভাইকে আম্মুকে ও আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে রমিজ আম্মু আব্বুকে ধাক্কা দেয়, আব্বু পরে গিয়ে আঘাত পায়, পরে হসপিটালে নিলে আব্বু মারা যায়।
নিহতের স্বজনরা জানান, নিহত বাবু দুদিন আগে বাড়িতে এসেছেন। বাড়িতে এসে ছেলের কাছে টাকা চেয়েছেন। কারণ ছেলে পাটকল কারখানায় কাজ করে অর্থ উপার্জন করেন। কিন্তু ছেলে তাতে রাজি না। এ নিয়ে ঝগড়া চলছিল দুদিন ধরে। এ নিয়ে আজ শুক্রবার সকালে ছেলে তার বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বাবু ও তার ছেলে রমিজের মধ্যে ঝগড়া চলে আসছিল। শুক্রবার সকালে দুজনের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি ও তুমুল ঝগড়া চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে ছেলে বাঁশ দিয়ে আঘাত করলে বাবা গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলেও জানান ওসি।