কুষ্টিয়ায় ট্রাফিক অফিস পরিদর্শন করেছেন এসপি খাইরুল আলম। মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম জেলার ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার কুষ্টিয়া প্যারেড সালামি গ্রহণ করেন।
এ সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে ট্রাফিক অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, ই – ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন ম্যানেজমেন্ট সিস্টেমের ডিটেল কার্যক্রম পরিদর্শন করেন। পুলিশ সুপার কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত টিআই, সার্জেন্ট ও টিএসআইদের সড়ক পরিবহন আইনে ২০১৮ যথাযথ ভাবে বাস্তবায়ন করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি সুষম দাপ্তরিক কর্মবন্টন, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। তিনি ট্রাফিক অফিসে আগত লোকদের সাথে ভাল ব্যবহার এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার আরো বলেন আইজিপি মহোদয়ের ৫টি নির্দেশনা দুর্নীতিমুক্ত হওয়া, মানুষকে নির্যাতন ও হয়রানি করা থেকে বেরিয়ে আসা, মাদকের সঙ্গে সম্পর্ক না রাখা, বিট পুলিশিং চালু করা এবং পুলিশের সার্বিক কল্যাণ নিশ্চিত ও যথাযথ ভাবে পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি ট্রাফিক অফিস পরিদর্শন কালে উপস্থিত অফিসার ও ফোর্সের সমস্যার বিষয়গুলি গভীর মনোযোগের সাথে শ্রবণ, অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন, নৈতিকতা বিবর্জিত কাজ বর্জন, জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন।
এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম মজমপুর ট্রাফিক অফিস এবং চৌড়হাস মোড়ে অবস্থিত ট্রাফিক ব্যারাক পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), টিআই ১ মোঃ শাহা আলম, রিজার্ভ ইন্সপেক্টর (আরওআই), আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ ট্রাফিক বিভাগের অফিসার ও ফোর্সগণ।