কুষ্টিয়ায় তরমুজের বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত । সোমবার জেলা শহরের বিভিন্ন স্থানের কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ও মোঃ বনি আমিন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, জনসাধারনের অভিযোগের প্রেক্ষিতে সোমবার কুষ্টিয়া জেলা শহরের বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য ও ফলের বাজারে মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে ক্রয়কৃত পণ্যের মূল রশিদ সংরক্ষণ না করা এবং তরমুজের মূল্য বেশি রাখার দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ ধারায় ৪ টি মামলায় ৪ টি প্রতিষ্ঠান কে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে একই সাথে রমজান মাসকে উপলক্ষ্য করে অন্যায্যভাবে দাম বৃদ্ধি না করতে তরমুজ ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে৷
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ও মোঃ বনি আমিন জানান, ইফতার সামগ্রী ও মৌসুমী ফলের অযৌক্তিক দাম বৃদ্ধির বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।