
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কুষ্টিয়ায় অফিস চত্ত¡র এলাকায় অভিযান চালিয়ে ৬ দালালকে আটক করেছে । রোববার দুপুর ১টার দিকে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো মোঃ হামিদ হোসেন রাজিব (৩৮), পিতা- মোঃ রফিক আহমেদ , থানা-সদর, জেলা-কুষ্টিয়া, ২। মোঃ রিয়াজুল ইসলাম(৪১), পিতা- নফসার শেখ , থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া, ৩। মমিনুর রহমান(২৮), পিতা- মহিউদ্দিন , থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া প্রত্যেককে ২১ দিন বিনাশ্রম কারাদন্ড ও ৪। মোঃ আকুল হোসেন (৩২), পিতা- মৃত আতিয়ার রহমান , থানা-ইবি, জেলা-কুষ্টিয়া ৫। মোঃ রফিকুল ইসলাম (৩৩), পিতা- মনজেল আলী , থানা-সদর, জেলা-কুষ্টিয়া, ৬। মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), পিতা- মৃত মহসীন ফকির , থানা-সদর, জেলা-কুষ্টিয়া’।
কুষ্টিয়া সদর কুষ্টিয়া, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খানের নেতৃত্বে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ওই অভিযান পরিচালনা করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করলে, সেখানে তারা নিজেদের অপরাধ স্বীকার করলে, আকুল এবং রফিকুলকে ২১ দিন করে এবং জাহাঙ্গিরকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা খাতুন।