
কুষ্টিয়ার মিরপুরে বিষপ্রয়োগে ২টি গরু হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহঃবার ১৫ জুলাই গভীর রাতে কে বা কাহারা গরু দুটিকে বিষ প্রয়োগে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গরুর মালিক চিথলিয়া ইউনিয়নের মজলিশপুরের অছের ফকিরের ছেলে রফিকুল ইসলাম রাফি ফকির এ প্রতিবেদককে জানান যে,গরু দুটি বুধবারে আমি বিশু ব্যাপারীর কাছে একলাখ সত্তর হাজার টাকায় বিক্রি করেছি।আজ সকালে গরু নিয়ে যাওয়ার কথা ছিলো।কিন্তু আজ ভোরে গরুর গোয়ালে ঢুকে দেখতে পাই যে,গরু দুটি গোয়ালে পড়ে আছে। গরু দুটি বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল জানান,সকাল ৮টার দিকে ১নং ওয়ার্ডের মেম্বার আমাকে ফোন দিয়ে ঘটনাটি জানান।আমি ঘটনাস্থলে গিয়ে গরু মৃত্যুর বিষয়টির সত্যতা পেয়েছি।গরুর মালিক নিতান্তই অসহায় গরিব মানুষ। তার এধরনের ন্যাক্কারজন ক্ষতি যারা করেছে,তাদের উপযুক্ত বিচার দাবি করছি।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সোহাগ রানা জানান,ঘটনা শুনেছি। মামলা করলে ব্যবস্থা নেয়া হবে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,প্রাথমিক অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।