কুষ্টিয়ায় ‘ঐতুবৃ কেমিক্যাল ওয়াকার্স’ নামে রঙ ফর্সাকারী নকল প্রসাধনী তৈরির একটি কারাখানায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় রোববার সন্ধ্যার দিকে ওই কারখানায় অভিযান পরিচালনায় করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান জানান, শহরের মিলপাড়া এলাকায় ঐতুবৃ কেমিক্যাল ওয়ার্কস নামক নকল কসমেটিক্স সামগ্রী প্রস্তুত কারখানায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও জনস্বাস্থের জন্য ক্ষতিকর বিপুল পরিমান নকল কসমেটিকস সামগ্রী/কেমিক্যাল ধ্বংস করা হয়েছে। পরিচালিত এ মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারায় উক্ত শাস্তি প্রদান করা হয় ৷
এ সময় ঐতুবৃ কেমিক্যাল ওয়াকার্সের প্রোপাইটার শহরের মিলপাড়া এলাকার ফজলে করিম খোকার ছেলে মাসুদ পারভেজ আদালতের হাকিমের কাছে এ ধরনের অপরাধ আর না করার অঙ্গীকারনামা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ ও ডিস্ট্রিক্ট স্যানিটারি ইন্সপেক্টর ইনসাফ হোসেন উপস্থিত ছিলেন ।