চাকরি নয়, সেবা এই বিষয়কে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে; সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম, লোকদের খুঁজছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৮ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২১ এর তৃতীয় দিন অর্থাৎ ৪ নভেম্বর বৃহস্পতিবার Physical Endurance টেস্ট (PET) এর ৫ম ইভেন্ট (১৬০০ মিটার দৌড়), ৬ষ্ঠল ইভেন্ট (ড্র্যাগিং ; এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ৩০ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ২০ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে। ৭ম ইভেন্ট রোপ ক্লাইম্বিং ; এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ০৮ ফুট রোপ ক্লাইম্বিং করতে হবে। তৃতীয় দিনের রোপ রোপ ক্লাইম্বিং শেষে সাধারণসহ বিভিন্ন কোটার সর্বমোট-২২৪ জন পুরুষ প্রার্থী অংশগ্রহন করে ২২৪ জন পুরুষ প্রার্থী এবং সাধারন কোটার সর্বমোট ১২ জন নারী প্রার্থী অংশগ্রহন করে ১২ জন নারী প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হয়।
কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনের Physical Endurance টেস্ট (PET) কার্যক্রম শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়াম্যান মোঃ খাইরুল আলম কনস্টেবল পদে চাকুরি প্রত্যাশিদের উদ্দেশ্যে ব্রিফিং করেন। এ সময় পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, এবাবের কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই এবার কনস্টেবল পদে নিয়োগ পাবেন। তিনি আরো বলেন, এ বছর যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগ প্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে, এ বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ করেন। যদি কোন প্রতারক বা দালাল চক্র কোন সদস্যের সাথে বা তার পরিবারের সাথে অর্থ লেনদেনের বিষয়ে কথা বলেন, তাহলে সাথে সাথে কুষ্টিয়া জেলার সংশ্লিষ্ট থানা, ফাঁড়ী, ক্যাম্প অথবা পুলিশের স্থানীয় বিট অফিসার’কে অবহিত করার জন্য অনুরোধ করেন। এমনকি এ বিষয়ে সরাসরি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও পুলিশ সুপারকে অবহিত করার জন্যেও অনুরোধ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জএর ডিআইজি বাংলাদেশ পুলিশ খুলনা কর্তৃক মনোনীত বোর্ডের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), যশোর, মোঃ মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল, ঝিনাইদহ এবং পুলিশ হেডকোর্টার্স, কর্তৃক নিয়োগ সংশ্লিষ্ট তদারকি টিমের সদস্য মোঃ আব্দুল হান্নান, পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও মোঃ সোহরাওয়ার্দী, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত কুষ্টিয়া জেলার বিভিন্ন পদবির অফিসার ও ফোর্স।