কুষ্টিয়ার ৪টি পৌর নির্বাচনে ৩টি নৌকা ১টিতে মশাল বিজয়ী হয়েছেন। বেসরকারী ফলাফলে এ সংবাদ জানানো হয়।
কুষ্টিয়া পৌরসভায় আওয়ামীলীগ সমর্থিত পৌর আনোয়ার আলী ফের বিজয় অর্জন করেছেন।
কুষ্টিয়ার মিরপুরে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকে হাজী এনামুল হক ফের মেয়র নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ৪শ ৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী শেখ আরিফ মোবাইল প্রতিকে পেয়েছেন ২ হাজার ৫শ ১৫ ভোট।
কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী আনোয়ারুল কবির টুটুলের মশাল প্রতীকে জয় লাভ করেছে। মশাল পেয়েছে ৮০২৯, নৌকা পেয়েছে ৫৬১৫ ভোট।
কুমারখালী পৌরসভায় আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকে শামসুজ্জামান অরুন মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
ভেড়ামারা পৌরসভা নির্বাচনের ফলাফল
১. আনোয়ারুল কবির টুটুল( মশাল প্রতীক) ৮০৩০ ভোট
২. শামীমুল ইসলাম ছানা( নৌকা প্রতীক) ৫৬১৩ ভোট
৩. শামীম রেজা ( ধানের শীষ প্রতীক) ৮৩৮ ভোট
৪. সোলায়মান (নারিকেল গাছ প্রতীক) ৪৪ ভোট
ভোটের হার ৭৮.৩১%