
কুষ্টিয়ায় কোভিড-১৯ ভ্যাক্সিন এসে পৌঁছেছে। শুক্রবার সকাল ৬টায় ঔষধ প্রস্ততকারী প্রতিষ্ঠান বেক্সিমকো’র ঔষধ সরবরাহকারী একটি কাভার্ডভ্যানে সরবরাহকৃত ৬হাজার ভায়াল কুষ্টিয়া সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বুঝে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, প্রাথমিক পরিকল্পনায় আগামী ৩১জানুয়ারী ও ১ফেব্রæয়ারী কুষ্টিয়া ২৫০শয্যা হাসপাতালে টিকাদান কর্মীদের প্রশিক্ষন দেয়া হবে। এরপর পর্যাক্রমে ২ফেব্রæয়ারী থেকে ২৫০শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, পুলিশ লাইনস হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে এসব টিকা পৌচে দেয়া হবে। প্রথমদিকে ২জন দক্ষ টিকাদান কর্মী ও ৪জন স্বেচ্ছাসেবক সমন্বয়ে গঠিত এক একটি টিম ৮টি টিকা দান কেন্দে টিকাদানে কাজ করবেন। প্রতিটি কেন্দ্রে ১শ থেকে ১শ৫০ জনের জন্য টিকা বরাদ্দ দেয়া হবে।
সরবরাহকৃত এসব টিকা সংরক্ষন বিষয়ে সিএস বলেন, আমাদের কাছে সরবরাহকৃত ৫টি কার্টুন ভর্তি ৬হাজার ভায়াল সংরক্ষনের নির্দেশিত তাপমাত্রা হিসেবে ২ থেকে ৮ ডিগ্রী সে: তাপমাত্রায় আমাদের ওষধাগারের ফ্রিজে রাখা হয়েছে।