কুষ্টিয়ায় প্রকাশ্যে ঠিকাদারকে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো আমিরুল ইসলাম বিল্টু (৪৫), জহুরুল ইসলাম (৩৫) ও মোকাদ্দেস হোসেন (৪০)
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের রাইফেল ক্লাব এর সামনে রাস্তার উপর শাহীদুর রহমান মিন্টু নামের এক ঠিকাদার এর উপর হাতুড়ি দিয়ে আক্রমন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
উক্ত ঘটনায় বাদী হয়ে মোঃ শাহীদুর রহমান মিন্টু (ঠিকাদার) কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। কুষ্টিয়া মডেল থানার মামলা নং-০৪, তারিখ-৩-৮-২০২১।
ঘটনার পর হতেই র্যাব উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের’কে গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, এজাহারভূক্ত পলাতক আসামীরা কুষ্টিয়ায় অবস্থান করছে।
এ সংবাদ প্রাপ্তির ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়ার চৌড়হাস স্কুলপাড়ার মৃত রওশন আলী বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম বিল্টু (৪৫),পূর্ব মজমপুরের শওকত ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও জেলার ইবি থানা হাতিয়া এলাকার হানিফ মন্ডলের ছেলে মোকাদ্দেস হোসেন (৪০) কে গ্রেফতার করে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করে র্যাব।