ঢাকাMonday , 10 May 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় প্রতিবেশীর রান্নাঘরের চুলার মধ্যে মিললো নিখোঁজ হওয়া দেড় বছরের শিশুর লাশ

Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরের দাড়েরপাড়া নিখোঁজ হবার ২ দিন পর প্রতিবেশীর রান্নাঘরের অব্যবহৃত চুলার মধ্যে থেকে আরাফাত হোসেন নামে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে প্রতিবেশী সফের উদ্দিন চুড়িওয়ালার বাড়ির রান্না ঘরের পরিত্যক্ত চুলার মধ্যে বস্তা দিয়ে পেঁচানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।  এ ঘটনায় পুলিশ একজনকে আটকও করেছে।

 

 

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউপির দাড়েরপাড়া গ্রামের শরিফুল ইসলামের শিশু পুত্র আরাফাত হোসেন গত শনিবার সকাল থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর আরাফাত কে খুঁজে না পেয়ে তার পিতা দৌলতপুর থানায় জিডি করেন। এরপর ঐ শিশুর স্বজন ও থানা পুলিশ অনুসন্ধান চালিয়ে সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে শরিফুল ইসলামের প্রতিবেশী সফের উদ্দিন চুড়িওয়ালার বাড়ির রান্না ঘরের পরিত্যক্ত চুলার মধ্যে বস্তা দিয়ে পেঁচানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

 

 

পুলিশ লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এবং শিশু হত্যার দায়ে অভিযুক্ত ঐ বাড়ির মালিক সফের উদ্দিন চুড়িওয়ালার স্ত্রী কোহিনুর (৪৫) কে আটক করেছে।

 

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হত্যাকান্ডের কারণ জানাতে পারেনি। দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, শিশু হত্যার কারণ খুঁজে বের করার জন্য আটক কোহিনুর কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।