ঢাকাWednesday , 28 April 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হতদরিদ্রদের তুলে দিলেন ডিসি

Link Copied!

কুষ্টিয়া জেলা প্রশাসকের আয়োজনে শেখ কামাল স্টেডিয়ামে বেলা ১১টায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসচ্ছল ও কর্মহীন ১৩০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিজড়া, হরিজন ও বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। তিনি নিজে অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন।

 

এ সময় তিনি বলেন, আপনারা হতাশ হবেন না। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের নিয়ে ভাবছেন। তিনি আপনাদের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। একজন মানুষকেও না খেয়ে মরতে দেয়া হবে না।

 

এই সময় হতদরিদ্র ও কর্মহীন মানুষরা প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে অনেক আনন্দিত। তারা বলেন করোনাকালীন সময়ে আমরা কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছিলাম ঠিক সে সময় জেলা প্রশাসকের হাত থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে আমরা অনেক উপকৃত হলাম। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, উনি যেন সুস্থ ও ভালো থাকেন।

 

ডিডিএলজি মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম, এনডিসি হাফিজুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।