
কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জয়নাল আবেদিন নামের এক প্রিজাইডিং অফিসার গতকাল বুধবার (১০ নভেম্বর) ভোটের আগের রাত ১১ টার সময় ষ্ট্রোক করে মারা গেছেন বলে সংবাদ পাওয়া গেছে।
জয়নাল আবেদিন উপজেলার নীমতলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি ১১ নভেম্বর ইউপি নিবাচনে মিরপুর উপজেলা নির্বাচন অফিস কতৃক নিয়োগপ্রাপ্ত কুর্শা ইউনিয়নের তিতুতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।