কুষ্টিয়ায় মালিবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ায় কুষ্টিয়া- রাজবাড়ী, রাজবাড়ী-খুলনা ও ফরিদপুর-রাজশাহী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহণ বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর ২টায় মালবাহী টেনের বগি লাইনচ্যুতির সংবাদ পেয়েই উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের রওনা হয়েছে। ঘটনাস্থলের লাইনটি সিঙ্গেল হওয়ায় উদ্ধার কাজে সময় একটু বেশী লেগে যাবে। দূর্ঘটনা কবলিত গম বহনকারী মালবাহী ট্রেনটি ঈশ^রদী থেকে ফরিদপুর অভিমুখে যাচ্ছিল। ঘটনার পর থেকে মেইন লাইন বøক হওয়ায় উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রুটের সকল ট্রেন চলাচল বন্ধ থাকবে। উদ্ধার কাজ শেষ করতে ঠিক কতক্ষন সময় লাগবে এবং কখন নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে তা এই মুহুর্তে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছেনা বলেও জানালেন এই রেল কর্মকর্তা।
পোড়াদহ রেলওয়ে জংশনের (দৈনিক ভিত্তিক ভারপ্রাপ্ত) ষ্টেশন মস্টার শরিফুল ইসলাম জানান, ঈশ^রদী থেকে ছেড়ে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন ষ্টেশনে প্রবেশ করেছে বেলা ৩টা ৫৫মিনিটে। এখানে সান্টিং শেষে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে যাবে ঘটনাস্থলের উদ্দেশ্যে। পৌছাতে সময় লাগবে ৩০মিনিট।