ঢাকাThursday , 8 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের পত্রিকা বাতিলের প্রতিবাদে ৫ ঘন্টা অবস্থান কর্মসূচি

Link Copied!

মুক্তিযুদ্ধের স্বপক্ষের পত্রিকা সহ কুষ্টিয়ার স্থানীয় ৩৫ টি পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের সুপারিশের প্রতিবাদে গতকাল বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ৫ ঘন্টা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়া সংবাদপত্র রক্ষা কমিটির উদ্যোগে জেলার কর্মরত সাংবাদিক ও সম্পাদকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

এসময় সংবাদপত্র রক্ষা কমিটির আহবায়ক কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, দৈনিক প্রতিজ্ঞার সম্পাদক আতিকুজ্জামান ছন্দ, দৈনিক লালন ভূমির সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক শিকলের সম্পাদক মাহফুজুর রহমান, দৈনিক স্বর্ণযুগের ভারপ্রাপ্ত সম্পাদক জীবন মাহমুদ ডাবলু, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক রাকিবুল হাসান, সাপ্তাহিক প্রভাষনের সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, সাপ্তাহিক দৌলতপুর বার্তার সম্পাদক সেলিম রেজা বাচ্চু, কুমারখালী বার্তার সহ-সম্পাদক আরিফুল ইসলাম, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার, দৈনিক ঢাকার ডাকের জেলা প্রতিনিধি ইমরান হাসান পাপ্পু, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি এসএম সুমন, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জাহাঙ্গীর খাঁন, দৈনিক জনতার কণ্ঠের সম্পাদক জান্নাতুল ফেরদৌস, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি এসএম ওয়ালিদুজ্জামান শুভ, দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি চাঁদ আলী, দৈনিক ভোরের চেতনা জেলা প্রতিনিধি এইচএম বেলাল, দৈনিক প্রাইমের জেলা প্রতিনিধি জাহিদুল হক ডন, দৈনিক আজাদী কণ্ঠের সম্পাদক সাঈফ উদ্দিন আল আজাদ, দৈনিক সংগ্রামী কন্ঠের সম্পাদক আশরাফুল ইসলাম, ডাবলু এনএন টিভির জেলা প্রতিনিধি সাদমান শামস্, বার্তা বাজারের জেলা প্রতিনিধি ফজলুল করিম টুটুল, জাগরণী টিভির জেলা প্রতিনিধি রাকিব হাসান, দৈনিক মাতৃজগতের জেলা প্রতিনিধি রুবেল রানা, দৈনিক কুষ্টিয়া প্রতিদিনের সহ-সম্পাদক সুলতান সেলিম সবুজ, সাংবাদিক শায়লা জামানি, হীরা রেজা, দৈনিক নিরপেক্ষ সংবাদের জেলা প্রতিনিধি নাজমূল ইসলাম, দেশের দিগন্তের সম্পাদক আব্দুল্লাহ আল হাসান প্রমুখ।

 

 

নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারি পরিস্থিতির মধ্যে মিডিয়াবান্ধব সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এধরনের সংবাদপত্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে। যে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের করোনাকালীন অনুদান দিচ্ছেন ঠিক সে সময় এই করোনাক্রান্তিকালে সংবাদপত্র বাতিলের সুপারিশ চাপিয়ে দেয়া হয়েছে কুষ্টিয়া গণমাধ্যমকর্মীদের। সে জন্য সরকারের প্রতি পুনরায় পত্রিকা গুলোর ডিক্লেয়ারেশন বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবিতে অবস্থানকর্মসূচী পালন করেন সম্পাদকমন্ডলী ও সাংবাদিকগণ।

আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়েরর সামনে গেলে তিনি বেরিয়ে এসে সম্পাদকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কথা এবং আজকের এই কর্মসূচীর কথা উপরে জানিয়েছি। অসুবিধা নেই, আমি বিষয়টি দেখছি। এমন আশ্বস্ত করলে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচীর সমাপ্ত ঘোষণা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।