
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে পেথিডিন ইঞ্জেকশনসহ আশিক হাসান প্লাবন (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার বিকাল ৪ টার দিয়ে শহরের আজিজুল জলিল সড়কের হাসপাতাল গেট সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করে র্যাব । সে শহরের থানা পাড়ার আব্দুল হান্নানের ছেলে ।
র্যাব জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল রবিবার বিকাল ৪ টার দিয়ে শহরের আজিজুল জলিল সড়ক সদর হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় একটি মাদক অভিযান পরিচালনা করে।
এ সময় পেথিডিন ইঞ্জেকশন-৭৮ পিছ সহ থানা পাড়ার আব্দুল হান্নানের ছেলে আশিক হাসান প্লাবন কে গ্রেফতার করে র্যাব । পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।