
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ শওকত আলী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে র্যাব জেলার মিরপুরের অঞ্জনগাছী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী একই গ্রামের মৃত আরমান আলী মন্ডলের ছেলে ।
র্যাব জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে র্যাব জেলার মিরপুরের অঞ্জনগাছী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে । এ সময় ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ অঞ্জনগাছী গ্রামের মৃত আরমান আলী মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী শওকত আলীকে গ্রেফতার করে ।
র্যাব আরও জানায় উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য- ১ লক্ষ ৬৬ হাজার টাকা ।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শওকত আলীকে থানায় সোপর্দ করা হয়েছে।