
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ মোকারম হোসেন (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব । সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে জেলার কুমারখালীর কালুর মোড় এলাকায় র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোকারম হোসেন জেলার কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আব্দুর রহিম মোল্যার ছেলে ।
র্যাব জানায়, র্যাব ১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থানাধীন কালুর মোড় এলাকায় একটি মাদক অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাব ২২৫ পিছ ইয়াবাসহ জেলার কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আব্দুর রহিম মোল্যার ছেলে মোকারম হোসেনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়।