
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে জাল ব্যান্ডরোল ও জাল ব্যান্ডরোল যুক্ত নকল বিড়িসহ আহসান হাবীব (৩২) ও তারিফুল ইসলাম (৩০)নামের দুইজন আটক করেছে র্যাব। শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে জেলার দৌলতপুরের গাছেরদিয়ার এলাকা থেকে তাদের আটক করে ।
র্যাব জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে জেলার দৌলতপুর উপজেলার গাছেরদিয়ার এলাকার আরমান মন্ডলের ছেলে আসাদুজ্জামান এর বাড়ীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত অভিযানে জাল ব্যান্ডরোল ৩৩,২৪০ টি ও জাল ব্যান্ডরোল যুক্ত বিড়ি- ১৮,৩২০ প্যাকেটসহ উপজেলার গাছেরদিয়ার এলাকার মঞ্জিল মন্ডলের ছেলে আহসান হাবীব ও আরমান মন্ডলের ছেলে তারিফুল ইসলামকে আটক করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের দৌলতপুর থানায় হস্তান্তর করে র্যাব ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।