
কুষ্টিয়ায় র্যাবের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব । রবিবার শহরের মঙ্গলবাড়ীয়া ও আড়ুয়াপাড়ায় র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় আলিমুজ্জামান গালিব পিয়াস (২৩) ও আবু তাহের আবু (৪৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করে ।
র্যাব জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল রবিবার বিকাল ৫ টার দিকে শহরের আড়ুয়াপাড়ায় অভিযান পরিচালনা করে । এসময় শহরের আড়ুয়াপাড়ার বিজয় এর চায়ের দোকানের সামনে থেকে ৫ গ্রাম হেরোইনসহ মেহেরপুর সদরের মৃত আসাদুজ্জামানের ছেলে আলিমুজ্জামান গালিব পিয়াস কে গ্রেফতার করে।
অন্যদিকে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার মঙ্গলবাড়ীয়ায় অভিযান চালায় । এ মসময় মঙ্গলবাড়ীয়া এলাকার মাদক ব্যবসায়ীর আবু তাহের আবুর বাড়িতে অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইন ও ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবু তাহের আবু কে গ্রেফতার করে। আবু তাহের আবু মঙ্গলবাড়ীয়া এলাকার মৃত নুর উদ্দিন শেখের ছেলে ।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।