
কুষ্টিয়ার মানবিক পু্লিশ খাইরুল আলমের নেতৃত্বে চলছে কঠোর লকডাউন। মঙ্গলবার বিকেলে ত্রিমোহনীতে নিজ হাতে মাইক নিয়ে স্বাস্থ্যবিধি মানতে জনসচেতনতামুলক প্রচারনা শেষে গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার প্রদান করেন।
তিনি বলেন, ভয়াবহ করোনার হাত থেকে কুষ্টিয়ার মানুষকে বাঁচাতে কঠোর লকডাউনের বিকল্প নেই। এমপি মহোদয় হানিফ স্যারের এই নির্দেশনা পেয়ে আমরা মাঠে নেমেছি। মানুষকে ঘরে থাকতে বাধ্য করা হবে। জরুরী কারন ছাড়া কাউকে বাড়ির বাইরে দেখতে চাইনা। ম্যাজিষ্ট্রেট, পুলিশ এবং সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে একসাথে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পু্লিশ সুপার (ডিএসবি), ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পু্লিশ সুপার (সার্কেল) আতিকুল ইসলাম, মডেল থানার ওসি সাব্বিরুল আলম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিলন উল্লাহ, বিএফইউজের নির্বাহী সদস্য মাহমুদ হাসান, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সদস্য রাকিবুল হাসান, চাঁদ আলী, এস এম ওয়ালিদুজ্জামান শুভ, মাহমুদুল হক বাদল, সুমন মাহমুদ, সাইফ উদ্দিন আল আজাদ, আমির হামজা, ফজলুল করিম টুটুল প্রমুখ।