কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, এনএসআই, আনসার কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মন্তিপরিষদ বিভাগ কর্তৃক আজ ১ জুলাই সকাল ৬ টা হতে ৭ জুলাই ২০২১ মধ্যরাত পর্যন্ত লকডাউন যথাযথভাবে বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পু্লিশ সুপার খাইরুল আলম, সেনাবাহিনীর লেঃ কর্নেল মোঃ ইয়াসিন সারোয়াত, বিজিবি’র লেঃ কর্নেল মোর্শেদ, এনএসআই জয়েন্ট ডিরেক্টর মোঃ ইদ্রিস আলী, মেজর মাহফুজুর রহমান, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, RAB-12 এর কুষ্টিয়া সিপিসি-১ এর অধিনায়ক, জেলা আনসার এ্যাডজুট্যান্টসহ অন্যান্য সংস্থার জেলা কর্মকর্তাগণ।