
কুষ্টিয়ায় নতুন করে আরও ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে । এ জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৪১৩৪ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৮৭১ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯২ জন । শনিবার রাতে কুষ্টিয়া জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের দেওয়া তথ্য মতে, পিসিআর ল্যাবে ২ এপ্রিল শনিবার মোট ২৮১টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৭২টি, চুয়াডাঙ্গা জেলার ৩৩টি, ঝিনাইদহ জেলার ২২টি, মেহেরপুর জেলার ১৬টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৩৮টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে।
এর মধ্যে কুষ্টিয়া জেলার ৩৫টি, ঝিনাইদহ জেলার ১০টি, চুয়াডাঙ্গা জেলার ১৪টি, মেহেরপুর জেলার ০৫টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪১৩৪ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৮৭১ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯২জন।